নাচোলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও চেক বিতরণ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ১৬:২৯

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।

 

উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব জানান, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ১০টি হুইল চেয়ার, ৩জনকে সাদাছড়ি, ১জনকে কানের হেয়ারিং এইড এবং ক্যান্সার কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগতভাবে হূদরোগে আক্রান্ত ৯ জন রোগীর মাঝে ৯টি চেক ৫০হাজার টাকা এবং সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সাহায্যের ৬টি চেক ২০হাজার টাকা ৬ জনের মাঝে বিতরণ করা হয়েছে।

 

এ উপলক্ষে ২৯অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও আর্থিক সাহায্যের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

 

এ সময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক ও ফতেপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।