পুলিশের একার পক্ষে শতভাগ মাদক নির্মূল সম্ভব নয় : এসপি

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২০, ১৭:৪৯

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

 

 

 

 

 

 

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সকলকে সহযোগী মনোভাব রাখতে হবে। আর তাই, পুলিশী কার্যক্রম সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশের বিকল্প নেই।

 

মাদক নির্মূলসহ সকল অপরাধ দমনে কমিউনিটি পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেননা, পুলিশের একার পক্ষে শতভাগ মাদক নির্মূল সম্ভব নয়, তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।

 

গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম ।

 

“মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশ সর্বত্র”- প্রতিপাদ্য সামনে নিয়ে শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের সভাপতিত্বে ও পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, সহকারী পুলিশ সুপার আল মামুন,তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির ও সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাংগী প্রমুখ।