রায়পুরায় একদিনে ৩৫ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ১৭:৪৮

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

 

নরসিংদী জেলার সকল ইউনিয়নে গৃহিত সমন্বিত কর্ম-পরিকল্পনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমনের দ্বিতীয় ধাপ মোকাবেলায় একযোগে একই দিনে রায়পুরা উপজেলার সকল ইউনিয়নের জনসাধারনের মাঝে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার পলাশতলী ইউনিয়ন পরিষদে জনসাধারনের মাঝে মাস্ক, সাবান, বিøচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

এসময় শফিকুল ইসলাম বলেন, রোববার উপজেলার সকল ইউনিয়নে একযোগে ৩৫ হাজার মাস্ক বিতরন করা হচ্ছে। আরো উপস্থিত ছিলেন পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল আলম লিটন প্রমূখ।