নেত্রকোনা পৌরসভার পানি ছিটানোর গাড়ী উদ্বোধন

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ১৯:৪৬

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

 

মহামারী করোনাকালীন সময়ে জেলা শহরের রাস্তাঘাটে জীবানুনাশক পানি ছিটিয়ে ধুলোবালি নিয়ন্ত্রণের লক্ষ্যে নেত্রকোনা পৌরসভার নতুন দুটি পানি ছিটানোর গাড়ী উদ্বোধন করা হয়েছে।

 

পৌর মেয়র নজরুল ইসলাম খান বুধবার বেলা ২টার দিকে পৌরসভার সামনের সড়কে পানি ছিটিয়ে গাড়ীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র-১ আমীর বাশার, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, কাউন্সিলর হেলিম আহমেদসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

 

মেয়র নজরুল ইসলাম খান বলেন, প্রতি বছর শুকনো মওসুমে রাস্তায় ধুলোবালি উড়ার কারণে পৌর নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। এখন থেকে প্রতিদিন সকাল ও বিকাল বেলায় জেলা শহরের প্রধান প্রধান সড়কে পানি ছিটিয়ে ধলোবালি রোধ করা হবে। এতে করে পৌর নাগরিকদের দুর্ভোগ লাঘব হবে।

 

পরে পৌরসভার পক্ষ থেকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে পৌর নাগরিকদের মাঝে মাস্ক ও সাবান বিতরন করা হয়।

 

যাযাদি/এস/৭.২৫