হাকিমপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ১৯:৪৯

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

 

 

দিনাজপুরের হাকিমপুরে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ নুর- এ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ ব্যবসায়ী ও ক্রেতার নিকট থেকে ১৩শ’ টাকা জরিমানা আদায় করেছেন। করোনা সংক্রমনের সেকেন্ড ওয়েব (দ্বিতিয় ঢেউ) ঠেকাতে জারিকৃত স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় উপজেলা সদরের বাংলাহিলি বাজারে এ আদালত পরিচালনা করা হয়।

 

এ ব্যপারে তিনি বলেন, করোনার সেকেন্ড ওয়েবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারি নির্দেশনা প্রদান করা হলেও লোকজন বিশেষ করে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় না রেখে যারা ঘোরাফিরা করছিলেন তাদেরকে সতর্ক করার জন্যই এটি ছিল প্রতিকি জরিমানা।

 

সকলকে সচেতন করাই ছিল আজকের অভিযানের মুল উদ্দেশ্য। তিনি সকলকে লোক সমাগমের মধ্য যথা সম্ভব কম যাওয়ার পরামর্শ প্রদান করার পাশাপাশি এই ধরনের অভিযান অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

 

যাযাদি/এস/৭.৪৫