কসবায় স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ২০:৫৩

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

 

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন  অব্যাহত রয়েছে।

আজ রোববার সকালে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তৃতীয়দিনের মতো স্বাস্থ্যকর্মীরা তাদের কর্মবিরতি পালন করে।

 

কর্মবিরতি পালনকালে স্বাস্থ্য সহকারি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কসবা উপজেলা হেল্থ এসিস্ট্যাান্ট এসোসিয়েশনের সভাপতি আবু জামাল, সহ-সভাপতি এম.কে আশরাফ, সাধারণ সম্পাদক  হাবিবুল বাশার সমুন, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম, আক্কাছ আলী, শাহআলম, তানিয়া সুলতানা, মোঃ মামুন, মানিক মিয়া, ফরিদ আহাম্মদ, নাজিরা আক্তার, সুমি আক্তার  প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন সহ তাদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।