ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ও ঢাকা কমিউনিটি ব্যাসড রিহিবিলিটেশন প্রজেক্টের সহযোগিতায় রোববার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে স্থানীয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে ডিসিবিআরপির প্রজেক্ট ম্যানেজার লাভলী প্রভাতী ম্রং এর সভাপতিত্বে ও বিথী সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।
বক্তব্য রাখেন, জয়মোহন সরকার, অনিতা রানী সরকার, রুদ্রমনি সরকার, তমা সরকার প্রমুখ। কর্মশালায় কুষ্ঠ রোগে আক্রান্ত পরিবারের শিক্ষার্থীসহ হতদরিদ্র ১৯ শিক্ষার্থীকে ৩ হাজার ৫‘শ টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিভাবক ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd