গৌরীপুরে নির্মাণ শ্রমিকের ঘর আগুনে পুড়ে ছাই

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ১৬:৪৫

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরের হারুন অর রশিদ নামে এক নির্মাণ শ্রমিকের ঘর রহস্যজনক আগুনে পুড়ে ছাই গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটশিরা গ্রামে এই ঘটনা ঘটে। হারুন ওই গ্রামের হাসেন মুন্সীর ছেলে। জানা গেছে শনিবার সকালে হারুন কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। বিকালে খালি বাড়ি রেখে হারুনের স্ত্রী আছমা বেগম প্রতিবেশী বাড়ির ফ্রিজে মাছ রাখতে যায়।

 

কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখে ঘরে আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয়রা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও হারুনের দুটি ঘর , আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। হারুনের ছেলে আলতাব হোসেন বলেন আমাদের সাথে কারো শত্রুতা নেই। কিভাবে কি কারণে আগুনের সূত্রপাত আমরা বলতে পারছিনা। আগুনে আমাদের দুটি ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার ওপরে। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন গ্রামবাসী সামর্থনুযায়ী সহযোগিতা করে হারুনের পরিবারের মাথা গোজার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছে। তিনি প্রশাসন ও হৃদয়বান ব্যক্তিদের ক্ষতিগ্রস্থ পরিবরাটির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

 

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত জানান, আগুনে ঘর পুড়ে যাওয়ার ঘটনা শোনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।