ইসলামপুরে ইউপি সদস্যকে লাঞ্চিত প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ১৭:৩০

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

 

জামালপুরের ইসলামপুরে কৃষি পূর্ণবাসনের কৃষি ভূর্তিকীতে নাম না থাকায় গাইবান্ধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এলাহীকে লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকালে গাইবান্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি ইউপি সদস্য  হুমায়ূন কবির সোনাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভোক্তভোগি ইউপি সদস্য এলাহী,সাবেক ইউপি সদস্য ইব্রাহীম, ৩ নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করির,প্রবীণ শিক্ষক আ:মজিদসহ আরো অনেকেই।

 

 সংবাদ সম্মেলনে ইউপি সদস্য এলাহীর  অভিযোগ , গাইবান্ধা  ইউনিয়ন পরিষদ থেকে তার বরাদ্ধের কোটায় কৃষি পূর্ণবাসনের ৪০টি কৃষি ভূর্তিকীর কার্ডের মধ্যে ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি ফেলু  সেক তার মনোনিত ব্যাক্তির নাম না থাকায় সোমবার  ইসলামপুর কৃষি অফিস চত্ত¡রে তাকে মারধর করাসহ নানান ধরণের হুমকি দিয়ে যাচ্ছে।

 

এ ব্যাপারে ভোক্তভোগী ইউপি সদস্য উপজেলা প্রশাসনে নিকট ন্যায় ও সুষ্ঠু বিচার দাবী করেছেন।