কালিয়াকৈরে টেলিকম সেন্টার, হোটেল ও পথচারীকে জরিমানা

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ১৯:৩০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার বিভিন্ন ব্যবসা প্রাতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী হাফিজুল আমিন রুমেল। এসময় পচা ও বাসী খাবার বিক্রির অপরাধে  মেজবানী হোটেল, রনি টেলিকম, মনিরুল হোটেল,চন্দ্রা ফুড প্লাজা, হাজীর বিরানী, চন্দ্রা ৭ষ্টার, সকাল সন্ধা রেষ্টুরেন্ট, আজিজ ষ্টোর, আসিফ টেলিকম,মা টেলিকম, হোটেল বিরতি , ভাইভাই হোটেল ৯টি হোটেল মালিক ও ৩টি টেলিকম সেন্টার এবং মাস্ক ব্যবহার না করায়  সবুজ সিকদার ও জলিল হাসান নামের দুই পথচারীকে মোট ২৯হাজার ৪শত টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমান বিচারিক আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী হাফিজুল আমিন রুমেল জানান যারা ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মনীতি না মেনে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার পৌর সভা আইন ২০০৯ এর ৪৩ধারা ও ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হলো এবং যারা দোষী সাবস্ত হয়েছে তাদের জরিমানা করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলকেই মাস্ক ব্যবহার করতে বাধ্য করছি। যারা মাস্ক ব্যবহার ছাড়া রাস্তা ঘাটে বেড় হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি। এছাড়া যারা পৌর সভার নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করছে তারা যাতে পৌর সভার ট্রেড লাইসেন্স নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে তার ব্যবস্থা গ্রহন করা হচ্ছ্।