মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ২০:১১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

 

 

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিৎ সরকার। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ব্যাংক ব্যবস্থাপক মোহাঃ আশরাফুল হক, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, উপ-আনুষ্ঠানিক শিক্ষার প্রোগ্রাম অফিসার শেফালী খাতুন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, অনিতা রানী মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর ও সাবেক সভাপতি জিএ গফুর। সভায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।