বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিজের গোড়া থেকে অবৈধ ভাবে বালু উঠানোর যন্ত্রপাতি ধ্বংস করলেন রাউজান ইউএনও

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২০, ২১:১১

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ সর্তা খালের গণিরঘাট ব্রিজ কিনারা থেকে অবৈধ ভাবে বালু উঠানোর কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ধ্বংস করে দিয়েছে।

১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তিনি এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, স্থানীয় এক যুবক ডাবুয়া ইউনিয়নের গণিরঘাট ব্রিজের সাথে স্যালো পাম্প বসিয়ে খাল থেকে বালু উঠিয়ে বিভিন্নস্থানে সরবরাহ দিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ অব্যাহত ভাবে বালু উঠানোর কারণে খাল পাড়ের মারাত্বক ভাবে ধসের সৃষ্টি হয়। ধসের মাত্রা বেড়ে যাওয়ায় হুমকির মধ্যে পড়েছিল গণিরঘাট ব্রিজটি। এলাকার লোকজনের এমন অভিযোগের পরিপেক্ষিতে ইউএনও গতকাল এই অভিযানে গিয়ে খালের ভিতর থাকা বালু উঠানোর স্যালো পাম্প ভেঙ্গে পানিতে ফেলে দেয়, বালু উঠানোর পাইপ কেটে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে