শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সাভার প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২০, ১৭:৩৯

সাভারে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সার ও বীজ বিতরন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি ফখরুল আলম সমর।

এসময় ২০২০-২০২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্বির লক্ষে কৃষি পুর্নবাসন ও কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় সাভার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় পাঁচ’শ কৃষক-কৃষানীদের মধ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরন করা হয়।

বিনামূল্যে বীজ ও সার বিতরনকালে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউপি সচিব মীর আব্দুল বারেক, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তেঁতুলঝোড়া ইউপি সদস্য রফিকুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউপি সদস্য ফিরোজ কাজল, তেঁতুলঝোড়া ইউপি সদস্য মোঃ মিন্টু, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইমতিয়াজ, সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, আবির মাসুম ও আমজাদ সহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে