যায়যায়দিনে খবর প্রকাশের পর সখীপুরের সেই লাল মাহমুদের পাশে দাঁড়ালেন শামীম

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ১৯:২০

সখীপুর প্রতিনিধি

 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামের অটোভ্যান চালক লাল মাহমুদের তিনটি গরুই চুরি হয়ে গেছে গত ১৯ নভেম্বর। ওইদিনই যায়যায়দিন অনলাইনে " লাল মাহমুদের স্বপ্ন ভেঙে চুরমার " শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এরপরেই বিষয়টি শামীম টাওয়ারের মালিক ও প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি শামীম আল মামুন প্রকাশিত সংবাদের মাধ্যমে অবহিত হন। পরে মঙ্গলবার ভুক্তভোগী লাল মাহমুদ ও তার স্ত্রীকে ভ্যান কেনার জন্য আর্থিক সহায়তা দেন তিনি।

 

গরু হারানো অটো চালক লাল মাহমুদ বলেন, আমার তিনটি গরু চুরি হওয়ায় আমি এক প্রকার নিঃস্ব হয়ে গেছি।

পরিবার পরিজন নিয়ে অটো চালিয়ে কোনোমতে দিনযাপন করছি। আমার এই অসহায় অবস্থায় শামীম টাওয়ারের মালিক আমাকে আর্থিক সহায়তা দেওয়ায় খুশি হয়েছি, আল্লাহর কাছে আমি ওনার মঙ্গল কামনা করছি।

 

এ বিষয়ে শামীম আল মামুন মুঠোফোনে বলেন, একমাত্র সম্বল তিনটি গরু চুরি হওয়ার বিষয়ে জানতে পেরে আমি কিছুটা আর্থিক সহায়তা দিয়েছি। আমি ব্যক্তি উদ্যোগে অসহায়দের বিভিন্ন সময় সাহায্য করে যাচ্ছি যা কিছুটা হলেও সমস্যার সমাধান হচ্ছে। আমার একার পক্ষে হয়তো সব সমস্যার সমাধান সম্ভব নয় তাই আমার মতো অন্যদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত।

 

যাযাদি/এমডি/৭:১৩পিএম