সুনামগঞ্জের ছাতকে (১৪) বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. জাকারিয়া (২৫) নামের একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জাকারিয়া উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
বৃহস্পতিবার ভিকটিম বাদী হয়ে ছাতক থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ভিকটিম তার বাড়ির পাশের পুকুরে কাপড় ধোয়ার জন্য যায়। আশপাশে মানুষজন না থাকায় জাকারিয়া তাকে মুখে গামছা দিয়ে বেঁধে পাশের ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে তার চিৎকার শুনে লোকজন আসলে ওই লম্পট পালিয়ে যায়। এ ছাড়া অভিযুক্ত জাকারিয়া প্রায়ই তাকে উত্ত্যক্ত করে আসছিল বলে ভিকটিম জানায়।
মামলার সত্যতা স্বীকার করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন।
যাযাদি/এমডি/৪:৩৩পিএম
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd