বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বোরহানউদ্দিনে করোনা বিস্তার রোধে সচেতনতামূলক র‌্যালী ও মাস্ক বিতরণ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৪২

ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে ক্রমবর্ধমান করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতামূলক র‌্যালী ও বিনামূল্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর শহর ও উত্তর বাসস্ট্যান্ডে র‌্যালী ও স্বাস্থ্যবিধি মেনে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

পৌর শহর ও পৌর শহরের বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে মাস্ক বিতরণকালে পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, নিজে সচেতন হবার পাশাপাশি অন্যকেও সচেতন করার পরামর্শ দেন।

ওই সময় গণপরিবহণের যাত্রী ও পৌর শহরেরর ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগমের হাতে শিক্ষার্থীদের জন্য ২ শত মাস্ক তুলে দেন। পৌর কাউন্সিলর হারুন-অর-রশীদ,সেলিম রেজা, কুতুবুল কবির, সালাউদ্দিন পঞ্চায়েত, ইবনে মাসুদ সোহাগ, মো. কামাল হোসেন, পৌর সচিব প্রণয় কুমার সাহা, সহকারী প্রকৌশলী মো. আ. সাত্তার সহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে