মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জীবননগরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:০৬

জীবননগরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদ বিন হেদায়েত সেতু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেষচন্দ্র পাল, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা। এছাড়াও অনুষ্ঠানে বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, জীবননগর সাংবাদিক সমতির সভাপতি জি.এ. জাহিদুল ইসলাম জাহিদ বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আর বাবু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উদ্যাপিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইসি অপারেশনঅল প্লানের আওতায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করছে যাচ্ছে। সম্প্রতি মহামারী করোনাভাইরাস সংক্রমন এড়াতে এ বছর ৬ দিনের পরিবর্তে ৩ দিনের অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় “ করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে