পার্বত্য শান্তি চুক্তির ২৩বছর উপলক্ষে পানছড়িতে সেনা বাহিনীর চিকিৎসা সেবা প্রদান

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:১৬

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য শান্তি চুক্তির ২৩বছর উপলক্ষে খাগড়াছড়ি সদর জোনের উদ্যেগে পানছড়িতে সেনা বাহিনীর চিকিৎসা সেবা প্রদান করেছে।

 

বুধবার সকাল ১১থেকে পুজগাং মূখ সরকরী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকল সম্প্রদায়ের অসহায়, নিরিহ, গরীব প্রায় দুই শতাধিক রোগীদের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সেনা বাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন মোঃ মীম মেহেদী হাসান চৌধুরী, ক্যাপ্টেন সাইয়ীদা আক্তার তরী, ডাক্তার সুমেন চাকমা, ডাক্তার রিপল বাপ্পী চাকমা চিকিৎসা সেবা প্রদান করেন।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালে জোনের আয়োজনে ও পানছড়ি সাব জোনের তত্ববধানে বিনা মূল্যে ঔষধ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক ক্যাপ্টেন আহসান হাবিব, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চান চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দে।