শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লাখাইয়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩৮

হবিগঞ্জের লাখাইয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইএমইউ পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব প্রদিপ রঞ্জন চক্রবর্তী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিজেন ব্যানার্জি,লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে এবং পজিপ কর্মকর্তা সাহেদুর রহমানের সঞ্চালনায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহঃকমিশনার (ভুমি) ইয়াছিন আরাফাত রানা, সহঃকমিশনার (জেলা) আফিয়া আমিন পাপ্পা,সহঃকমিশনার (জেলা)আমেনা খাতুন প্রমুখ।

কর্মশালার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওঃ শফিকুল ইসলাম ,গীতা পাঠ করেন গৌতম রায়।

এতে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউপির নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক,এনজিও প্রতিনিধি,ব্যবসায়ীগন অংশ গ্রহন করেন।

এসময় কর্মশালায় অংশ গ্রহনকারীগন ১০টি ভাগে ভাগ হয়ে স্থানীয় সমস্যা , সমস্যার কারন ও সমাধানে করনীয় বিষয়গুলো চিহৃত করে লিখিত আকারে জমা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে