শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে ৪৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৫৪

যশোরের কেশবপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ৪৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ইরুফা সুলতানা প্রতিবন্ধীদের মাঝে ওই হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রাণী স¤পদ অফিসার ডাক্তার প্রকাশ চন্দ্র মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।

উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম বলেন, এ উপজেলায় ৪ হাজার ৫শ প্রতিবন্ধী রয়েছে। এর ভেতর ৪ হাজার ৪৭ জন ভাতা ও ২শ ৪ জন শিক্ষা উপবৃত্তি পায়। মঙ্গলবার ৪৫ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে