কশবপুরে সেচ প্রকল্প বাস্তবায়নে কৃষকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:১২

কেশবপুর (যশোর) প্রতিনিধি

 

 

 

 

যশোরের কেশবপুরে কৃষিকে আধুনিক সেচ প্রকল্পের আওতাভুক্ত করতে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষকদের সাথে আরইইবি’র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অরুণ কুমার কুন্ডুর সভাপতিত্বে ও এজিএম এমএস মোহাম্মদ ইয়াহইয়া সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তরের পরিচালক আকরাম হোসেন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুরের পরিচালক সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুর জোনাল অফিসের ডিজিএম মহম্মদ আব্দুল লতীফ, সহকারি প্রকৌশলী ওয়াজেদ ওয়াসিফ।

 

মতবিনিময় সভায় কৃষকদের মধ্যে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, ভোগতীনরেন্দ্রপুর এলাকার কৃষক আব্দুল মঈন মোড়ল, হাসানপুর গ্রামের সিদ্দিকুর রহমান, মজিদপুরের আব্দুল গণি, আলতাপোলের কিশোর কুমার সরকার প্রমুখ।

 

যাযাদি/এসএইচ