কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করায় একরামুল (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঁশগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার কমলাপুর বাজার সংলগ্ন গোপালপুর এলাকার মৃত শাহাদতের ছেলে।
জানা যায়, দুইদিন আগে জহুরা খাতুন নামে একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তি করে পোস্ট দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে আটককৃত ব্যক্তিকে সন্দেহ করে বাঁশগ্রাম ছন্দ স্টুডিও ঘেরাও করেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। পরবর্তীতে খবর পেয়ে বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেন।
এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে একরাম নামে একজনকে ঘিরে রেখেছিল জনগণ।খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd