​সরাইলে ১২ জুয়ারি গ্রেপ্তার

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ২০:০৩

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়া খেলার সময় ১২ জুয়ারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৩ হাজার ২৪০ টাকা এবং  ১ হাজার ৪০টি তাস উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সরাইল উপজেলার করাতকান্দি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইয়াজ উদ্দিন-(৩৭), মোঃ আজিজুল হক-(৩৯), হারুন মিয়া- (৩৫), আরজু মিয়া- (৫৫), ইজ্জত আলী-(৪৭), আব্দুল মান্নান-(৩০), খোকন মিয়া-(৩৫), মোঃ ফারুক মিয়া-(৩০), মোঃ মোশারফ হোসেন-(৪৮), মনির হোসেন-(৩২), জুরি মিয়া-(৩৩) ও মজিবুর রহমান- (৫৫)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।

 

শুক্রবার বিকেলে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের  ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল সরাইল উপজেলার করাতকান্দি গ্রামের একটি ঘরে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৩ হাজার ২৪০ টাকা এবং  ১ হাজার ৪০টি তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।