বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

​চকরিয়ায় বনকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৩৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বনবিটের জবর দখলে নেওয়া সংরক্ষিত বনভূমি উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ৯ জন বন কর্মকর্তা-কর্মচারী অমানবিক পিটুনির শিকার হওয়ার ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার হারবাং অভয়ারণ্য বনবিট কর্মকর্তা মামুনুর রশিদ বাদি হয়ে সরকারি কাজে বাঁধা এবং বনকর্মীদের উপর হামলা করায় এ মামলাটি করেছেন। এজাহারে ১০ জনের নাম উল্লেখ্য ছাড়াও আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মামলা বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের। তিনি বলেন, সরকারি কাজে বাঁধা সৃষ্টি ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় হারবাং বনবিট কর্মকর্তা বাদি হয়ে থানায় একটি এজাহার জমা দিলে সেটি মামলা হিসেবে দায়ের করা হয়। এজাহারে দশজনের নাম উল্লেখ্য ছাড়াও দুইশত থেকে আড়াইশ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

যাযাদি/এমডি/৮:৩২পিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে