রংপুরের কাউনিয়ায় টাকা দিয়ে জুয়া খেলার সময় জুয়ারি আ. মতিন, মো. আজিজুল ইসলাম ও তৈয়বুল ইসলাম নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার রাতে উপজেলার কুরশা ইউনিয়নের সঠিবাড়ী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাসুমুর রহমান বলেন, উপজেলার সঠিবাড়ী গ্রামের অজ্ঞাত স্থানে কয়েক জন যুবক টাকা দিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে তার নির্দেশনায় একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তিন যুবককে আটক করে। এ সময় নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটক তিন যুবককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন সন্ত্রাস মাদক জুয়া বন্ধের পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব কাজের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না সে যে দলেরই হোক না কেন।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd