​স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ১১:৪৫

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

 

 

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গায় জেলখানার সামনে সড়কে বুধবার রাত আটটার দিকে। নিহত উম্মে সালমা (৪৫) মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির দর্শনা অফিসের বিলিং সুপার ভাইজার। তার স্বামী আলতাফ হোসেন একই অফিসের প্রকৌশলী পদে কর্মরত।

 

পল্লী বিদ্যুত দর্শনা অফিসের এজিএম অমিত দাস জানান, সন্ধ্যার পর দর্শনা থেকে স্বামী-স্ত্রী দুজনে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার বাসায় ফিরছিলেন। রাত আটটার দিকে জেলখানার সামনে সড়কে স্পীডব্রেকার খেয়াল করতে পারেনি আলতাফ হোসেন। এ সময় দ্রæতগামী মোটরসাইকেল স্পীড ব্রেকারের উপর উঠে গেলে ব্রেক চাপলে দুজনেই ছিটকে পড়েন । মাথায় প্রচন্ড আঘাত লাগে উম্মে সালমার।  স্থানীয় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে উম্মে সালমা মারা যান। আহত অবস্থায় আলতাফ হোসেন হাসপাতালে ভর্তি আছেন।

 

আলতাফ হোসেনের বাড়ি নাটোর জেলার নজরপুর গ্রামে। চাকুরীর সুবাদে চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত উমমে সালমার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

যাযাদি/এসএইচ