নিয়ামতপুরে জমি রেজিষ্ট্রি করতে এসে হারিয়ে যায় শিশু নাদিয়। হারিয়ে যাওয়ার প্রায় পাঁচ ঘন্টা পর দু’যুবকের মহানুভবতায় মায়ের কোল ফিরে পেয়েছে চার বছর বয়সী শিশু নাদিয়া। সন্তানকে ফিরে পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তার মা। এর কিছুক্ষণ পর কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।
এ সময় ইউএনও জয়া মারীয়া পেরেরাসহ সবার চোখেই দেখা যায় আনন্দ অশ্রু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
জানান যায়, শিশু নাদিয়াকে সঙ্গে নিয়ে গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গ্রামের এক দম্পত্তি। ভাই বোনদের নিয়ে নিয়ামতপুর সাব রেজিষ্ট্রি অফিসে এসেছিলেন জমি রেজিষ্ট্রির কাজে। দলিলে স্বাক্ষর করার কোন এক সময় নাদিয়া আলাদা হয়ে যায় মার হাত থেকে। পরে ওই শিশুটিকে বোর্ডিং মার্কেট থেকে উদ্ধার করে ইউএনও অফিসে নিয়ে যায় রাসেল ও আব্দুল্লাহ নামের দু’যুবক। পরে শিশুটিকে মায়ের কোলে তুলে দেন ইউএনও জয়া মারীয়া পেরেরা।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd