সাবরেজিস্টার কর্তৃক হয়রানি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে সোনাইমুড়ী দলিল লেখক সমিতি কলম বিরতি পালন করে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কলম বিরতি পালন করে। এই সময় দূর দূরান্ত থেকে দলিল দাতা গ্রহিতারা দলিল রেজিস্ট্রি করতে এসে চরম বিড়ম্বনায় পড়েন।
একাধিক দলিল লেখক জানান, নতুন সাবরেজিস্টার যোগদানের প্রথমদিন থেকেই অনিয়ম ও হয়রানি শুরু করেছেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd