শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে ইউপি চেয়ারম্যান বাদল সরকারের জানাজায় মানুষের ঢল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৩৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক বাদল সরকারের জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল তিনটায় বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জোহরের নামাজের পর থেকেই একে একে স্কুল মাঠে জানাজায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে ভির জমাতে থাকেন নানা পেশার মানুষ। একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো মাঠ।

জানাজার আগে বক্তৃতা করেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের অন্যতম সদস্য ও বরমী জামিয়া আনোয়ারীয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আশেকা মোস্তফা। জানাজায় ইমামতি করেন, মরহুম বাদল সরকারের ছেলে হাফেজ আবির সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম প্রধান,বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনসহ পাশ্ববর্তী উপজেলার নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ।

প্রসঙ্গত, বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক বাদল সরকার (৪৭)।

মো.শামসুল হক বাদল সরকার বরমী ইউনিয়নের পাঠান টেক গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বরমী ইউনিয়ন পরিষদে একাধিক বার মেম্বার ও গত ১২ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে