ধর্মপাশায় বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ২০:৫০

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শ্যামাচরণ বর্মণ (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বেখইজোড়া গ্রামের জোয়াদ মিয়া (৫২), রনি খান (৩৮) ও বীর দক্ষিণ গ্রামের তানিন চৌধুরীকে (২৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গত বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

 

গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সুনই জলমহালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার রাতেই ২১ জনকে আটক করে থানা-পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় গত রোববার রাতে থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে ৬০-৬৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেছেন। এই মামলায় গত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে ডিবি পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এছাড়া শুক্রবার রাতে যে ২১ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদের মধ্যে ৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত ওই তিনজনকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

 

যাযাদি/এস