সাতক্ষীরায় সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ আসামি গ্রেপ্তার

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ২০:৫১

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরায় সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইয়ের দুটি ইজিবাইক। সাতক্ষীরার পুলিশ অভিযান চালিয়ে গতকাল মাদারীপুর ও মুন্সীগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করে।

 

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ১২ ডিসেম্বর সাতক্ষীরা ও বিনেরপোতা এলাকায় তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌঁছানোর আগেই পথিমধ্যে চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাওয়ানোর মাধ্যমে চালককে অজ্ঞান করে জনমানবহীন স্থানে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা হয়। তদন্তে জানা যায়, ছিনতাইচক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সীগঞ্জ জেলার অধিবাসী।

 

সাতক্ষীরা সদর থানার একটি টিম দুটি জেলায় ৪ দিন অভিযান পরিচালনা করে বৃহস্পদিবার ৯ আসামিকে গ্রেপ্তার করে। এছাড়া জব্দ করা হয় চুরি হওয়া দুটি ইজিবাইক। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

যাযাদি/এস