ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার হোটেল-রেস্টুরেন্টে ধূমপানমুক্ত স্টিকার লাগানো, ধূমপান ও তামাকবিরোধী প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে সতিশা যুব ও কিশোর সংঘ। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। কর্মসূচি পালনে সহযোগিতা করে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, দৈনিক আজকালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, সতিশা ও কিশোর সংঘের সদস্য মো. ফারুক মিয়া, নীরব আহাম্মেদ প্রমুখ।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd