​রায়গঞ্জে মাঠ দিবস পালিত

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ২১:২৪

রায়গঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্য বৃহস্পতিবার স্থানীয় চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন সিরাজগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক মোঃ আবু হানিফ।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, এসি ল্যান্ড সুবীর কুমার দাস, চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাান্নান খাঁন, অ্যাড.ইমরুল হোসেন ইমন তালুকদার রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার প্রমুখ।

 

এ সময় বক্তারা কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত হাইব্রিড জাতের বোরো ধানের জাতটি স্বল্প জীবনকাল এবং ফলন অনেক বেশি হওয়ায় কৃষকদের লাভের পরিমান অনেক বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এটি যেমন পরিবেশ সম্মত সেই সাথে ফলন অনেকাংশেই বেড়ে যায়। পাশাপাশি একটি বাড়তি আয়ের ফলে কৃষকের লাভের পরিমাণ বাড়ে।

 

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম।

 

যাযাদি/এস