জীবননগরে নির্মাণাধীন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন যুগ্ম সচিব নবিরুল ইসলাম

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫৮

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে নির্মাণাধীন কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. সিরাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) নবিরুল ইসলাম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী। এ সময়  উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ঠিকাদার আরেফিন ইসলাম তাদের কাজের সাইট পরিদর্শনে সহযোগিতা করেন।

 

যুগ্ম সচিব কাজের মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে জানান, আগামী মার্চের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রছাত্রী ভর্তি ও ক্লাস শুরু করা সম্ভব হবে। জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পাশে মনোরম পরিবেশে মনোহরপুর মৌজায় সাড়ে ৪ বিঘা জমির ওপর ১৭ কোটি ১৯ লাখ ২৯ হাজার ২৪ টাকা ব্যয়ে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চমতলা একাডেমিক ভবন ও চতুর্থতলা প্রশাসনিক ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান  মেসার্স কে.এস.এ.ই এসইস জে  (জেভি)।

 

যাযাদি/এস