ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপের নির্বাচন কাল, আইন-শৃংখলা কমিটির সভা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ২১:৩৮

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপের (রেজিঃ-নং-সি-৪১৮/২৩-৯৮) এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পৌর এলাকার মেড্ডা ট্রাক মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে চলবে ভোট গ্রহণ।

 

এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে আইন শৃংখলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে ৪১৫ জন ভোটার ১০টি বুথে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রদান করবেন।

 

নির্বাচনে ১৯টি পদে মহসিন-মিজান পরিষদ মোট ১৯ জন ও হাকিম-কালাম পরিষদের মোট ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে জয়নাল আবেদীন প্রতিদ্বন্দ্বিতা  করছেন।

 

ইতিমধ্যেই সিনিয়র সভাপতি হিসেবে মোঃ শাহজাহান মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনে সভাপতি প্রার্থীরা হচ্ছেন জয়নাল আবেদীন, হাকিম মিয়া ও মহসিন মিয়া। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন, আবুল কালাম ও মিজানুর রহমান তানিম।

 

যাযাদি/ এমডি