​ঘাটাইলে নবনির্মিত উচ্চবিদ্যালয় ভবন উদ্বোধন

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ২১:১৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১, ১১:৫১

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

 

ঘাটাইল আসনের এমপি আতাউর রহমান খান বলেছেন, শিক্ষার্থীরা স্কুলে বেতন দিতে পারেনা কিন্তু প্রত্যেকের কাছেই মোবাইল ফোন। অভিভাবকদের উদ্যেশ্যে বলেন, তারা ছেলেদের স্কুলে পাঠিয়ে দেয়, কোথায় কী করে তার খোঁজ নেয়না।

 

তাই অভিভাবকদের বলেন, ‘আপনার সন্তান কোথায় কী করছে তার খোঁজ নেয়া আপনাদের দায়িত্ব। আর শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোন শিক্ষার্থী যেন ক্লাশে মোবাইল নিয়ে না আসে।’

 

 শনিবার দুপুরে ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা পাবলিক স্কুলে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন পরবর্তী এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

শহিদুল ইসলাম কানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউএনও ঞবজন কুমার সরকার, প্রধান শিক্ষক আবু হানিফ, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ , জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান, রামপুর স্কুলের প্রধান শিক্ষক হাসান আলী, ইমরান হোসেন, এবাদত মেম্বার প্রমুখ।

 

যাযাদি/এস