ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এপস রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৪

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অ্যাপ রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন।

 

রোববার দুপুরে স্থানীয় সার্কিট মিলনায়তনে অ্যাপ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মাহমুদ আখন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাসের ৬ষ্ঠ বেঙ্গলের ক্যাপ্টেন তাহমিদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়াসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মাহমুদ আখন্দ এবং কুমিল্লা সেনানিবাসের ৬ষ্ঠ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন তাহমিদ জানান, আগামী ২৫ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে জেলার ৯টি উপজেলার মোট ১২ হাজার প্রতিযোগী অংশ গ্রহণ করবে। ওইদিন ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরকি বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

 

উদ্বোধনী সভায় বলা হয়, একজন ব্যক্তি তার স্মার্ট ফোন থেকে নিদিষ্ট অ্যাপ ডাউন লোড করবে। পরে সেটি ইনষ্টল করে রান বাটনে চাপ দিয়ে দিনে একাধারে কমপক্ষে ৫ কিলোমিটার পথ হাটতে হবে। তাহলে তিনি সনদের রেজিষ্ট্রেশনের জন্যে অর্ন্তভুক্ত হবেন। এই উদ্যোগ শারিরীকও মানসিক দিক দিয়ে বেশ প্রফুল্ল হবে বলে তারা উল্লেখ করেন।

 

যাযাদি/এস