শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে কফি ও কাজু বাদাম উৎপাদনে প্রশিক্ষন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৭ জানুয়ারি ২০২১, ১৯:১১

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলার কৃষকদের কফি ও কাজু বাদাম উৎপাদন কৌশল বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ রবিবার থেকে শুরু হয়েছে।

যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন বিষয়ক সদর উপজেলা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারনেশনাল কো-অপারেশন এজেন্সীর(জাইকা)

সহায়তায় সদর উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ১৫টি ইউনিয়নের ৩০জন প্রশিক্ষন গ্রহন করে।

প্রশিক্ষণটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও সান্তনা চক্রবতী। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারন অফিরার কৃষিবিদ রফিকুল ইসলাম।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে