নির্বাচিত হয়েই প্রথম দিনে পোষ্টার অপসারণে নামলেন কুলাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ। রোববার ১৭ জানুয়ারি বিকেলে তিনি পোষ্টার অপসারণ কাজের উদ্বোধন করেন।
সরেজমিন দেখা যায়, কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মুখে নিজের পোষ্টার নামানোর মধ্য দিয়ে পোষ্টার অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় মেয়রের সাথে ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মমদুদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি শাহীন আহমদ, মুহিম খান প্রমুখ।
এসময় নব-নির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন, নিজের পোষ্টার অপসারণের মাধ্যমেই এই কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা ল্যামিনেটিং করা পোষ্টার পরিবেশ দুষণ করবে। এগুলো পচবে না। দলীয় প্রচেষ্টার ফলে বিগত ২০ বছরে কুলাউড়ায় নৌকার বিজয় হয়েছে। আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd