জীবননগরে নির্মানাধীন ঘর পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ২০:৪৯

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা’র জীবননগর উথলীতে প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্র গৃহহনিদের জন্য বরাদ্দৃকত নির্মানাধীন ঘর পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

 

রোববার বিকালে তিনি উথলী ইউনিয়নের উধলী গ্রামে নির্মানাধীন ঘর পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান।

 

পরিদর্শন কালে সংসদ সদস্য নির্মানাধীন ঘরের অবকাঠামো নির্মান কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য সংসদ সদস্য ব্যক্তিগতভাবে দুটিঘরসহ উপজেলা মোট ১৮টি ঘর হতদরিদ্র গৃহহীনদের মাঝে নির্মাণ শেষে সারা দেশের ন্যায় জীবননগরে ২৩ জানুয়ারী হস্তান্তর করা হবে।

 

যাযাদি/এস