টাঙ্গাইলের কালিহাতীতে ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে হাফেজ উদ্দিনের(৬৫) মৃত্যু হয়েছেন। রোববার দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার সরুপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর সুকুমার ঘোষ জানান,জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাফেজ উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই হুরমুজ আলীর পরিবারের বিরোধ চলছিল।রোববার ওই জমি থেকে মাটি কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাফেজের চাচাতো ছোট ভাইয়ের স্ত্রী মনি বেগম লাঠি দিয়ে হাফেজের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় দৌড়ে পালানোর সময় হাফেজ মাটিতে লুটিয়ের পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার এসআই রাজু আহমেদ জানান,তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাফেজ উদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd