শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১৯ জানুয়ারি ২০২১, ২০:১২

নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী বলেছেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার। এই স্লোগানকে লালন করে প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার পাশাপাশি এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ পুলিশকে জনগনের দ্বারগোড়ায় সকল সেবা পৌছে দিতে হবে।’

নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা শেষে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলামকে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী এসব কথা বলেন।

পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আলআমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন প্রমুখ।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে