বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে চারটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

ফরিদপুর প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২১, ২০:৩৯

ফরিদপুরের বিভিন্ন স্থানে অবৈধ এবং নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করে তা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি ভাটার জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের একটি এবং মধুখালী উপজেলার তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুরের একটি ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কোনো প্রকার বৈধ কাগজপত্র এবং নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে ইটভাটা করার অপরাধে ফরিদপুর সদর উপজেলার মেসার্স মন্ডল ব্রিকসে সকালে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় ভাটার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটাটি ভেঙে দেওয়া হয়। নষ্ট করে দেওয়া হয় ইটভাটার চুল্লি ও ভাটার সব সরঞ্জাম।

পরে সদর উপজেলার মেসার্স সাজিদ ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ইটভাটার নিয়ম না মেনে কর্মকাণ্ড পরিচালনা করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

দুপুরে মধুখালী উপজেলায় অবস্থিত মেসার্স আশরাফ ব্রিকস, এমকে জেডসহ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে আরও তিনটি ইটভাটার চুল্লিসহ সব সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক এ এইচ এম রাশেদ, পরিবেশ অধিদপ্তর ঢাকার ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমান সবুজ।

এ সময় র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।

ইটভাটায় অভিযানের সময় কয়েকটি ভাটার মালিক কান্নায় ভেঙে পড়েন। ভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় তারা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন। এছাড়া ভাটায় কর্মরত কয়েক হাজার শ্রমিক একেবারেই বেকার হয়ে পড়বে।

ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ জানান, ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় অনেক অবৈধ ইটভাটা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল। আমরা তাদের বিভিন্ন সময় সতর্ক করে নোটিশ দিয়েছি। কিন্তু ভাটা মালিকরা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ভাটার কার্যক্রম চালিয়ে আসছিল। ফলে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। ফরিদপুরে যেসব অবৈধ ইটভাটা রয়েছে তা পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলেও জানান তিনি।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে