শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জীবননগর পৌর নির্বাচনে সবার মনোনয়নপত্র বৈধ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২১, ২০:৫৪

৪র্থ ধাপে চুয়াডাঙ্গা’র জীবননগর পৌরনির্বাচনে মনোনয়নপত্র যাচাই- বাঁছাই শেষ হয়েছে। মেয়র পদে ৪জন, সংরক্ষিত মহিলা আসনে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জনের মধ্যে বাদ পড়েনি কেউ।

উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন জানান, নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন পত্র যাচাই-বাঁইয়ের দিন ছিলো মঙ্গলবার। মেয়র পদে বর্তমান মেয়র প্রতিবারের ন্যায় এবারও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রফি, বিএনপি মনোনীত পার্থী শাহাজান কবির ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী খোকন মিয়া। সংরক্ষিত মহিলা কাউলির পদে খালেদা আলম, পরিছন বিবি, কাত্যয়নী রানী ভক্ত, রিনা খাতুন, মাহফুজা পারভীন, পেয়ারা বেগম, রেখা খাতুন, শাহনাজ খাতুন ও রিজিয়া খাতুন। এছাড়াও ৯টি ওয়াডে মোট ৪০জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। ১৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার, ২৭ জানুয়ারী প্রতিক বরাদ্দ এবং ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে