বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ২৪ ঘণ্টাই করোনা ভ্যাকসিন সেবা খোলা থাকবে : মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২১, ২১:৩৯

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার বিনামূল্যে কোভিড ১৯ টিকা জনগণকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ টি ওয়ার্ডের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা প্রদানের তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনে ২৪ ঘণ্টা এ সেবা খোলা থাকবে। পর্যায়ক্রমে গাজীপুর নগরীর শতভাগ নাগরিকের ভ্যাকসিন প্রদানের সেবা নিশ্চিত করা হবে।’

মেয়র মঙ্গলবার গাজীপুরের গাছাতে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এসময় গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটিতে প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং বৃদ্ধ-বৃদ্ধা ও ১৮ বছরের শিশুদের এই টিকা দেয়া হবে। এজন্য নগরবাসিকে তাদের নিজ নিজ নাম অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানয়েছেন মেয়র। অনলাইন এবং ম্যানুয়াল দুই পদ্ধতিতেই নাগরিকরা ভ্যাকসিন পাওয়ার জন্য তালিকাভূক্ত হতে পারবেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে