ডিমলায় অবৈধ কাঁচাবাজার উচ্ছেদে ইউএনওর অভিযান

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ২০:৪১

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় অবৈধ কাঁচাবাজার উচ্ছেদের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উচ্ছেদ অভিযান।

 

বুধবার উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুঠিবাড়ী বাজারের অবৈধভাবে ফুটপাত দখল করে কাঁচামাল ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে বাজারের অভ্যন্তরীণ সড়ক অবরোধ করেছেন একাংশের কাঁচামাল ব্যবসায়ীরা। তাদের দাবি বাজারে হাট ইজারাদার কর্তৃক নির্দিষ্ট কাঁচামাল বাজার হাটসেটে বসানোর নিয়ম থাকলেও কতিপয় কাঁচামাল ব্যবসায়ী নিয়ম উপেক্ষা করে অধিক বিক্রির আশায় শুঠিবাড়ী বাজারের পূর্বপাশে রাস্তার ওপর কাঁচাবাজার বসিয়ে চলাচলের বিঘ্ন ঘটাচ্ছেন। অবৈধ দখদারদের উচ্ছেদের দাবিতে বুধবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাঁচামাল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন।

 

কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম মানিক জানান, কতিপয় কাঁচামাল ব্যবসায়ী অধিক বিক্রির লোভে নির্ধারিত স্থানের বাইরে কাঁচামালের বাজার বসিয়ে ব্যবসা পরিচালনা করায় বাজারে আসা সাধারণ মানুষসহ যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছে। হাট ইজারাদার কর্তৃক হাটসেটের নির্দিষ্ট স্থানে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করেও লোকসান গুনছে।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ঘটনাস্থলে গিয়ে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় জানান, হাটের নির্দিষ্ট জায়গায় কাঁচাবাজার থাকা সত্ত্বেও কতিপয় ব্যবসায়ী যেখানে সেখানে কাঁচাবাজার বসিয়ে ব্যবসা পরিচালনা করার কারণে সাধারণ মানুষসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় অবৈধ কাঁচাবাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

যাযাদি/এস