শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সনদ দিয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন, ১২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২১, ২১:১০

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ দিয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের দায়ে ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সকাল ও বিকালে আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে চারজন ভূয়া সনদ তৈরীর হোতা ও বাকী আটজন ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশী।

আটক ভুয়া সনদ তৈরীর হোতারা হলেন- সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার সৈয়বুর রহমান, গাবতলার শরিফুল ইসলাম, স্বরুপনগরের মনোয়ার হোসেন পল্টু, নাচোল উপজেলার সোনাইচণ্ডী এলাকার ফারুক হোসেন।

অন্যদিকে ভুয়া সনদ দিয়ে ড্রাইভিং লাইসেন্সের আদেবনকারীরা হলেন- সদর উপজেলার চকদৌলতপুরের মোঃ সাদ্দাম হোসেন, দিননাথপুরের মোঃ তোহিদুল ইসলাম, বারঘরিয়ার মোঃ শিমুল, তাহেরপুর-বালুগ্রামের মোঃ আসমাউল হোসেন, মাঝপাড়ার মোঃ সাব্বির হোসেন, নাচোল উপজেলা কামার জগদইল গ্রামের এমদাদুল হক, গোমস্তাপুর উপজেলার বাজারপাড়ার হাবিবুর রহমান ও বাঙ্গাবাড়ির শহিদুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যাতার ভুয়া সনদ যুক্ত করে আটজন। পুলিশ ভেরিফিকেশনে তাদের সনদ ভুয়া বলে প্রমাণিত হলে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যেই ভিত্তিতে আটক করা ভুয়া সনদ তৈরীর হোতা অপর চারজনকে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে