শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২১, ২২:১৪

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ছয় ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২০ জানুয়ারি) উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলী ভোরবাজারে জাফর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে একটি সিএনজি গেরেজ, সুভাষ ও মৃদুলের ২টি সিএনজি অটোরিকশা, বাপ্পির বসুন্ধরা ভিডিও এন্ড নার্সারী, সঞ্জয়ের সেলুন দোকান, দেলোয়ার হোসেন দেলুর মেশিনারী ষ্টোর ও জাফর হার্ডওয়ার।

স্থানীয় বাসিন্দা ও মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা জানান, বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি সিএনজি রিকশা পুড়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসীর সহযোগীতায় আগুনে নিয়ন্ত্রণে না আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তো। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা জানা যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, এই বিষয়ে আমরা কোনো খবর পাইনি।

অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে