মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকালে সাপ্তাহিক মানব ঠিকানা’র কুলাউড়া অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, সাবেক এ সাংসদ আমেরিকার নিউইয়র্কে অবস্থানকালে গত ১৫ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এতে বুধবার বিকালে সাপ্তাহিক মানব ঠিকানা কর্তৃক আয়োজিত মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মিলি প্লাজার ব্যবস্থাপক আব্দুল মালিক, সাংবাদিক মুক্তাদির হোসেন, এম মছব্বির আলী, ময়নুল হক পবন, বিশ্বজিৎ দাস, মিন্টু দেশোয়ারা, মানজুরুল হক, শহীদুল ইসলাম তনয়, সঞ্জয় দেবনাথ, নাজমুল ইসলাম, আলাউদ্দিন কবির, তাজুল ইসলাম, জসীম চৌধুরী, জয়নাল আবেদীন, সাইদুল হাসান সিপন, এস আলম সুমন, শাকির আহমদ, আবদুল আহাদ, একেএম জাবের, জিয়াউল হক, ফটিকুল ইসলাম রাজু, এনামুল আলম প্রমুখ।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd