চন্দনাইশে শেখ হাসিনার উপহার পাচ্ছেন ৭৫ পরিবার

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২১, ১৫:৩৩

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

মুজিব শতবর্ষে  প্রধানমন্ত্রীর উপহার উপলক্ষে  চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ইমতিয়াজ হোসেন।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সাংবাদিকদের জানান, হাশিমপুর আশ্রয়ন প্রকল্পে ৭০টি এবং বরকলে ৫টি সহ মোট ৭৫ টি ঘর ইতিমধ্যে প্রস্তুত হয়েছে।  প্রতিটি ঘর নির্মাণে খরচ করা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায়  এসব ঘর ভূমিহীনদের হাতে  তুলে দেওয়া হবে বলে তিনি জানান।

 

যাযাদি/ এসএইচ